অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে মানুষের ঢল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২০ সকাল ০৭:৩৯

remove_red_eye

৯১৪


 বাংলার কণ্ঠ প্রতিবেদক : আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারী / আমি কি ভুলিতে পারি/ বৃহস্পতিবার রাত ১২ টার বাজার আগেই  ভোলা শহরে ভেসে আসে এমন করুণ সুরের মুর্ছনা। আজ বাঙ্গালীর সেই ঐতিহাসিক দিন। আন্তর্জাতিক ভাষা দিবস। যথাযথ মর্যদা শ্রদ্মা ভালবাসায় দ্বীপজেলা ভোলার মানুষ ভাষা শহীদদের স্মরণ করেন। রাত ১২ টা  বাজার আগেই  ভোলা সরকারি বিদ্যালয় মাঠে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন শ্রেণী পেশার  কয়েক হাজার মানুষ।  এ সময়  দেশ প্রেমী মানুষের মাথায় বাঁধা ছিল জাতীয় পতাকা, একুশে ফেব্রæয়ারী লেখা ফিতা। বুকে সাঁটা ছিল কালো ফিতা। শোকার্ত পুরুষেরা কালো পাঞ্জাবী আর নারীরা সাদা  কালো শাড়ী পরে আসেন। সকলে অপেক্ষায় থাকে ১২টা এক মিনিটের জন্য। আন্তর্জাতিক ভাষা দিবস পালনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা।  ১২টা এক মিনিট বাজতেই একুশের প্রথম প্রহরে শুরু হয় বেদীতে পুষ্পস্তবক অর্পনের পালা। প্রথমেই পুষ্পমাল্যা অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার , ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন।

এছাড়াও কোস্টগার্ড,ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, ভোলা পৌরসভা, ভোলা প্রেসক্লাব,  ভোলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, ভোলা জেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, তাতী লীগ,জেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন, সদর উপজেলা পরিষদ, নির্বাহী ম্যজিষ্ট্রেটগন, ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সুন্দরবন গ্যাস কোম্পানী, ভোলা জেলা বিএনপি, ভোলা জেলা বিজেপি, সড়ক ও জনপথ বিভাগ, সিভিল সার্জন, সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, এ রব স্কুল এন্ড কলেজ, ভোলা এলজিইডি,গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,জেলা স্কাউটস, ভোলা লেডিস ক্লাব,জেলা আইনজীবী সমিতি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ভোলা বিভাগীয় বন বিভাগ, ভোলা আনসার ভিডিপি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,  কারা রক্ষী বাহিনী, টুটুল মেমোরিয়াল ক্লাব, ,ভোলা জেলা যুব ঐক্য পরিষদ, ধনিয়া প্রশিক্ষিত যুব সংঘ,ভোলা জেলা এফএনবি,ভোলা জেলা ছাত্র ঐক্যি পরিষদ, ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,ভোলা জেলা জুয়েলার্স সমিতি, ভোলা অগ্রণী ব্যাংক লি:, ভোলা সোনালী ব্যাংক লি; ,ভোলা ন্যাশনাল ব্যাংক লি:, বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক লি: ,ভোলা কোস্ট ট্রাস্ট, সহ শতাধিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পুষ্পস্তবক অর্পন করেছেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, সদর উপজেলার সাবেক কমান্ডার ওহিদুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা,   জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মো. ইউনুস, চেম্বার অব কমার্সের পরিচালক সফিকুল ইসলাম।
বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ,যুবদলের সাধারন সম্পাদক আবদুল কাদের সেলিম, যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন প্রমূখ। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজ আন্তর্জাতিক ভাষা দিবস পালন করবে।
এদিকে ভোলা জেলা প্রশাসন ও শিশু একাডেমী  মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কমসূচী গ্রহন করেছে।  সন্ধায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও  বিকাল ৩ টায় ওবায়দুল হক কলেজ মাঠে ৭ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হবে।