অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


কিরগিজস্তানে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ৩০ জন গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই জুন ২০২৩ বিকাল ০৫:১৬

remove_red_eye

২২২

কিরগিজস্তানে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে ৩০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা সেবা মঙ্গলবার এ কথা জানিয়েছে।
রাশিয়া ও চীনের সাথে সম্পর্কযুক্ত মধ্য এশিয়ার দরিদ্র দেশটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং বিতর্কিত ভোটের কারনে সৃষ্ট রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে তিনজন প্রেসিডেন্টের পদত্যাগ প্রত্যক্ষ করেছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জিকেএনবি বলেছে, জোর করে ক্ষমতা দখলের জন্য দাঙ্গা সংগঠিত করার পরিকল্পনাকারী একদল লোকের প্রস্তুতি বানচাল করে দেয়া হয়েছে।
সংস্থাটি আরো বলেছে, এ অভিযোগে সোমবার ৩০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের কিরগিজস্তান সফরের কয়েকদিন পর এই গ্রেফতারের ঘটনা ঘটল। মিশেলের কিরগিজস্তান সফরের সময়ে প্রেসিডেন্ট সাদির জাপারভ ইউরোপীয় ইউনিয়নের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে তার প্রস্তুতির বিষয়ে অঙ্গীকার করেছিলেন।

সুত্র বাসস





আরও...