বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই জুন ২০২৩ রাত ১০:০৪
২৮৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার। ওই চেয়ারম্যানের হুমকি দেয়ার ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রবিবার রাত থেকেই ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই এলাকায় দফায় দফায় বিক্ষোভে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পাশপাশি নাগরিক সমাজ। সোমবার সকাল থেকে বোরহানউদ্দিন উপজেলা শহরে এমপিকে হুমকি প্রদানকারী ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীরা। এ সময় বিক্ষোভকারিরা চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করে। এছাড়াও এমপি মুকুলকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা করা হয়েছে।
প্রতিবাদ সভায় বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ বক্তরা বলেন, গত শুক্রবার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের কলেজ পড়–য়া ছেলে রোহান সরদারের নেতৃত্বে এক দল ক্যাডার বাহিনী অস্ত্র নিয়ে দৌলতখান উপজেলার নুরমিয়ারহাট এলাকায় হামলা ভাংচুর ও সন্ত্রাসি কর্মকান্ড চালায়। এ সময় দৌলতখান থানা পুলিশ রোহানসহ পাঁচ জনকে আটক করে। ওই দিন ছেলেকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলের সমর্থন না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সংসদ সদস্যকে মেরে ফেলার ঘোষণা দিয়েছেন।
তিনি আরো বলেন, এই ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন এর আগে ধর্ষণ মামলায় জেল খেটেছেন। ঢাকাতে গার্মেন্টসের কাপর ছিনতাই করেছে। পক্ষিয়া ইউনিয়নের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমরা মনে করেছিলাম সে ভালো হয়ে গিয়েছে। কিন্তু এলাকার মানুষকে সেবা দেন না। প্রতিটি মানুষের ওপর সে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এখন সংসদ সদস্যকে প্রকাশের হত্যার করার হুমকি দিয়েছে। অভিলম্বে আলাউদ্দিন সরদারকে গ্রেপ্তার করা না হলে এর পর যদি কোনো অপ্রিতিকর ঘটনা ঘটে এর জন্য প্রশাসন দায়ী থাকবে বলে হুশিয়ারি দেন তিনি। তাই এই চেয়ারম্যানকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন বিক্ষোভকারীরা। তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেয়া হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, বোরহানউদ্দিন আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ম্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ আলী হিরা, ছাত্র লীগ সভাপতি হাসান মুন্না জান। এদকি দুপুরে এমপি মুকুলকে কে হত্যার হুমকির প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে দ্রæত হুমুক প্রদানকারী ইউপি চেয়ারম্যানের দ্রæত গ্রেফতারের দাবী জানান।
তবে এ ব্যাপারে পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের মোবাইলফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, রবিবার বিকেল ৫টার দিকে তিনি জানতে পারেন, সামজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলকে মৃত্যুর হুমকিসহ বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার। এই প্রসঙ্গে সন্ধ্যার পরই উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মুন্না সংক্ষুব্ধ হয়ে একটি এজহার দখিল করেন এবং এ জন্য এলাকায় দাঙ্গা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়। তাই এজহারটি আমলে নিয়ে অভিযুক্ত আলাউদ্দিন সরদারকে গ্রেপ্তারে তারা চেষ্টা চালাচ্ছেন। মামলা নং ৮। তারিখ ৫.৬.২৩।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক