অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২৩ রাত ০৯:৫৫

remove_red_eye

৪০২

মোঃ ইসমাইল: ভোলায় পুকুরের পানিতে ডুবে মায়মুনা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) দুপুরে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রামের মাতাব্বর বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। মৃত শিশু মায়মুনা একই গ্রামের জহির ইসলামের একমাত্র কন্যা সন্তান ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা ঘরের প্রয়োজনীয় কাজ করেছিলো। একপর্যায়ে বাচ্চাটির মায়ের অগোচরে ঘর থেকে বেশ কিছু দূরে থাকা পুকুরে পাড়ে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পরে কিছু সময় পর স্থানীয়রা তাকে পুকুরের ভাসতে দেখে দ্রæত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একমাত্র কন্যা সন্তানের মৃত্যুতে বাবা-মা পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিন ফকির এ তথ্য সততা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এ বিষয় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।