অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

২৩৭

হাসনাইন আহমেদ মুন্না : জেলায় আজ বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালন করা হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী সভায় প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, এনডিসি মো: আবু সাইদ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: তোতা মিয়া, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন প্রমূখ।
পরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।