অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় বিপন্ন প্রজাতির বন বিড়াল উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:০৮

remove_red_eye

১০১৪



অচিন্ত্য মজুমদার : ভোলার চরসামাইয়া থেকে একটি বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। বুধবার বিকেলে সদর উপজেলার খেয়া ঘাট ব্রিজ সংলগ্ন এলাকার "রেন্টাল পাওয়ার প্লান্ট" থেকে বনবিড়ালটি উদ্ধার করা হয়। বৃহ¯পতিবার উদ্ধার হওয়া
বনবিড়ালটি ভোলার বাঘমারা এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।

ভোলা সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ভোলার রেন্টাল পাওয়ার প্লান্টে কর্মরত সদস্যরা বুধবার বিকেলে বনবিড়ালটি মেশিন রুমে দেখতে পায়। এ সময় সবাই মিলে বিড়ালটি আটক করে বন বিভাগের খবর দেয়। পরে বন বিভাগের কর্মীরা বনবিড়ালটিকে উদ্ধার করে বাঘমারা এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করে। তবে বিপন্ন প্রজাতির এ বনবিড়ালটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল বলে জানান তিনি।