অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় এসইপি প্রকল্পের আওতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৩০

remove_red_eye

২১৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পরিবেশ দিবস পালিত হয়েছে। সবাই মিলে করি পন, বন্ধ হবে প্লাস্টিক দুষন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে  বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের এসইপি প্রকল্পের আওতায় সোমবার দুপুরে গ্রামীন জন উন্নয়ন সংস্থার হলরুমে  এ কর্মসুচির আয়োজন করে। আয়োজনে ছিলো গ্রামীন জন উন্নয়ন সংস্থা।
সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৃতি ও জিবন ক্লাবের উপদেস্টা ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ মাহাবুব আলম, সভাপতিত্ব করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। স্বাগত বক্তব্য রাখেন হুমায়ুন কবীর পরিচালক (কর্মসুচি) গ্রামীন জন উন্নয়ন সংস্থা।
উপস্থাপনায় ছিলেন সংস্থার উপ পরিচালক টেকনিক্যাল ডাঃ মোঃ খলিলুর রহমান।
আলোচনা সভায় প্লাস্টিক বর্জনে সবাইকে ঔক্যবদ্ব ভাবে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে একটি র‌্যালি বের হয়।