অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে থানায় পরীক্ষা দিল তিন ছাত্র


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:০৬

remove_red_eye

১১০২



চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে এ জব্বার মাদ্রাসার এক ছাত্রকে এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষা শুরু হওয়ার সময় মারধরের ঘটনায় কারামাতিয়া আলিয়া মাদ্রাসার তিন ছাত্র অবশেষে থানায় বসে পরিক্ষা দিয়েছেন। বৃহস্পতিবার (২০জানুয়ারি) চরফ্যাশন আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার সময়ে আলিয়া মাদ্রাসার তিন ছাত্র এ জব্বার মাদ্রাসার এক ছাত্রকে তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাক বিতন্ডার জের ধরে মারধর করে রক্তাক্ত ও জখম করে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক ডেকে ওই পরীক্ষার্থীর প্রাথমিক চিকিৎসা শেষে তার পরীক্ষা নেওয়া হয় আলিয়া মাদ্রাসায়। এদিকে মারধরের ঘটনায় জড়িত থাকায় পুলিশ আলিয়া মাদ্রাসার ওই তিন ছাত্রকে থানায় নিয়ে যায়। পরে তাদের পরীক্ষা থানায় নেওয়া হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এসএসসি পরিক্ষা চলাকালিন সময়ে পরিক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ভঙ্গে ও মারামারি করায় তিন ছাত্রকে থানায় পাঠানো হয়েছে এবং থানায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হয়েছে।