অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন ১৪৩২


ভোলায় সাংবাদিক সম্মেলনে এমপি জ্যাকবের বিরুদ্ধে দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৫২

remove_red_eye

১১২৭




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে ঠিকাদারি কাজের ২০ ভাগ কমিশনসহ বিভিন্ন মহলের চাঁদাবাজির অভিযোগ তুলে  বিচার দাবি করেছেন স্থানীয় ভুক্তভোগী ঠিকাদাররা। অভিযোগ উঠেছে ওই কমিশন ও চাঁদা না দেয়ার কারণে এমপির ”সবুজ ছাড়পত্র” না পেয়ে ভোলার ঠিকাদারগন চরফ্যাসন ও মনপুরায় কোন উন্নয়নমূলক কাজ করতে পারছেন না। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে ঠিকাদারদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়। এ সময় গত ১১ বছরে এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার নেপথ্য কাহিনীও বর্ণনা করেন ঠিকাদারগণ। ফলে জ্যাকবের উত্থানের ও দুর্নীতির চমকপ্রদ অনেক কাহিনী বেড়িয়ে আসে। তারা এসব অন্যায় ও দুর্নীতির যথাযথ তদন্ত করে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন। পাশাপাশি তারা তাদের উন্নয়ন কাজের সাইড বুঝিয়ে দেয়ারও দাবি জানানো হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের এসব দাবি মানা না হলে ঠিকাদারগণ ভোলা এলজিইডি অফিস ঘোরাও, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। একই অভিযোগে এর আগেও ঠিকাদারগণ ভোলার এলজিইডি অফিস প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন করে বিচার দাবি করেছিলেন।

সংবাদ সম্মেলনে প্রথম শ্রেণির ঠিকাদার রুহুল আমিন কুট্টি স্বাক্ষরিত লিখিত অভিযোগে আরও বলা হয়, গত অক্টোবর মাস থেকে ১০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের কার্যাদেশ নিয়েও কাজ শুরু করতে পারছেন না ঠিকাদারগণ। জেলা অফিস থেকে কার্যাদেশ নিয়ে চরফ্যাসন ও মনপুরা উপজেলায় কাজ করতে গেলে স্থানীয় উপজেলা প্রকৌশলীগণ ঠিকাদারদেরকে কাজের সাইড বুঝিয়ে দিচ্ছেন না।  প্রকৌশলীগণ ঠিকাদারদের বলছেন, স্থানীয় এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের কমিশনের টাকা পরিশোধ করে তার কাছ থেকে অনুমতি বা সবুজ ছাড়পত্র না আনলে কাজ শুরু করতে দেয়া হবে না। এভাবে ঠিকাদারদের হয়রানি করা হচ্ছে। ঠিকাদাররা জানান, একই সাথে ভোলার অন্যান্য উপজেলায় যে সব ঠিকাদার কাজ পেয়েছেন তাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অথচ চরফ্যাসন ও মনপুরা উপজেলায় লটারিতে যারা কাজ পেয়ে জেলা অফিস থেকে কার্যাদেশ পেয়েছেন তারা কাজ শুরু করতে না পারায় তাদের কার্যাদেশ বাতিল হওয়ার উপক্রম হচ্ছে।

এ সময় ঠিকাদারগণ জানান, জেলার ৭ উপজেলার মধ্যে চরফ্যাসন ও মনপুরা ছাড়া অপর ৫ উপজেলায় যথা সময়ে কাজ শুরু হয়েছে। কিন্তু ওই দুই উপজেলায় কাজের অগ্রগতির পার্সেন্টেজ শূন্য। ঠিকাদারগণ অভিযোগ করেন, উপজেলা প্রকৌশলীগণ এমপি জ্যাকবের অনুমতির বাইরে কাউকে কাজ করতে দিতে পারেন না। তা ছাড়া কোন ঠিকাদার ওই দুই উপজেলায় কাজ করতে গেলেই ক্যাডার বাহিনীর হুমকির মুখে পড়তে হয়। এ সব অভিযোগ তুলে ইতোপূর্বে গত ১০ ফেব্রæয়ারি ভোলা জেলা এলজিইডি কার্যালয় প্রাঙ্গনে ঠিকাদারগণ বিক্ষোভ মিছিল করেন। 
অপর দিকে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ঠিকাদাররা আরও অভিযোগ করেন, ভোলা-৪ আসনের উন্নয়নের নামে এমপি জ্যাকব নিজেই ঠিকাদার হয়ে লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার নিজের ও স্বজনদের তত্ত¡বধানে ১৩টি ইটভাটা রয়েছে। এগুলোতে পোড়ানো হচ্ছে সরকারি বনের গাছ। সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী জ্যাকব এলাকায় বনমন্ত্রী হিসেবে খ্যাত। তাই বলা হয় চরফ্যাসন মনপুরার সকল বন তার। বনের গাছও তার। তাই বনের গাছ কেটে এনে ইটভাটায় পোড়াতে অনুমতি লাগে না। ঠিকাদারদের অভিযোগ চরফ্যাসন মনপুরায় উন্নয়ন কাজ করতে গেলে তার ইটভাটা থেকে চড়া মূল্যে ইট কিনতে হয়। এটাই ওই এলাকার অলিখিত নিয়মে দাড়িয়েছে। কারণ বাইরের ঠিকাদারদেরকে কাজ করতে দেয়া হয়না। এমপি নিজেই ঠিকাদার। ওই এলাকায় গত ১১ বছর যত কাজ হয়েছে তার অধিকাংশ কাজের ঠিকাদার এমপি নিজে ও তার ভাই সৌরভ। তার এসব কাজের ম্যানেজার হচ্ছেন চরফ্যাসন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ। অভিযোগ রয়েছে ৭ হাজার কোটি টাকার কাজ তিনি নিজে ও ব্যবসায়িক পার্টনাররা করেছেন। শুধু তাই নয় বিএনপি জামায়াতের কয়েক নেতাকে তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে তাদের নামে টেন্ডার দেখিয়ে টাকা হাতিয়ে নেন।  তার ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস আল মামুন, এমরান বকশি, মিলন, ভাই সৌরভ, মেয়র বাদল কৃষ্ণ দেবনাথসহ এমন কয়েক জনের নামে ৫ হাজার কোটি টাকার ঠিকাদারি কাজ করা হয়। দুলার হাট সড়ক এক বছরে দুই বার  মেরামতের নামে নজির বিহীন দুর্নীতি করা হয়। এমনকি ধান ক্ষেতের উপর দিয়ে কাঁচামাটি ফেলে একই সাথে পাকা সড়ক নির্মাণের অভিযোগও তুলো হয়েছে এমপি জ্যাকবের বিরুদ্ধে।  জোর করে দখলে নেয়া ৫০ একর জমির উপর নির্মিত খোয়াব বাড়ি এখন বাগানবাড়ি হিসেবে খ্যাত। ঢাকাসহ দেশের বিভিন্ন নায়িকারা এখানে এসে সময় কাটান। গাজিপুরে রয়েছে একই স্টাইলে প্রমোদ বাড়ি। ঢাকার মিরপুরে ইন্টোরিয়ার ডিজাইনে বিদেশী মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা ৫ তারা প্রাসাদ তুল্য অট্টালিকা রয়েছে এমপি জ্যাকবের। মধুমতি ব্যাংকের শেয়ার কিনে তিনি রাতারাতি ব্যাংকের মালিক বনে গেছেন। এসব টাকার উৎস নিয়েও সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলা হয়। এ ছাড়াও চরফ্যাসন জলবায়ু পরিবর্তন তহবিলের কাজের কমিশন বাণিজ্য, চরফ্যাসন পৌরসভার মার্কেটে স্টল বরাদ্দের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়া হয়। অভিযোগ রয়েছে একই কাজ পৌরসভা, জেলা পরিষদ ও এলজিইডির অর্থায়নের মাধ্যমে করা হয়েছে দেখিয়ে ওভার ল্যাপিং করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এলাকার জেলে পরিবার, দু:স্থ পরিবার, হতদরিদ্র পরিবার, জিআর, ভিজিডি, ভিজিএফসহ সরকারি সকল প্রকারের সুবিধা সাধারণ মানুষ পায়নি বলেও অভিযোগ করা হয়। স্থানীয় উন্নয়নের জন্য বরাদ্দকৃত টিআর এর গম ও চাল হাতিয়ে নেয়া হয়। চাল না পেয়ে জেলেরা বিক্ষোভও করেছিল। এলাকার ইউপি চেয়ারম্যানরা এসব ক্ষেত্রে অসহায়। ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নের নামে কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্যের অভিযোগ রয়েছে। চরফ্যাসনে সরকারি অর্থ ব্যয় করে জ্যাকব তার নিজের নামে, স্ত্রীর নামে, বাবার নামে স্কুল কলেজসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন। কিন্তু জাতির পিতার নামে কিছুই করেননি। অথচ বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চিন্তা নিবাস গড়ে তোলার নাম দিয়ে কোটি কোটি টাকার বরাদ্দ এনে তা তছরুফ করার অভিযোগ রয়েছে। এলাকার খাস মহল মসজিদের জমিতে সরকারি টাকা ব্যায়ে গড়ে তুলেছেন জ্যাকব ওয়াচ টাওয়ার। স্থানীয় সংসদ সদস্যের কাছে এলাকার মানুষ জিম্মি হয়ে পড়েছেন। কেউ ভয়ে মুখ খুলতে সাহস পাননা । এমনকি সাংবাদিকরাও তার কাছে জিম্মি। এত দিন তার লুটপাটের বিষয়ে কেউ মুখ খুলতে পারেনি উল্লেখ করে ঠিকাদাররা বলেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতির বস্তবায়ন চান। ই-টেন্ডারে কাজ পাওয়া ঠিকাদাররা যাতে কমিশন প্রদান ছাড়া বাধাহীনভাবে কাজ করতে পারে তার নিশ্চয়তা দাবি করেন। ঠিকাদাররা বলেন, ভোলা-১, ২ ও ৩ সংসদীয় আসনে চরফ্যাসন ও মনপুরার ঠিকাদাররা বিনা বাধায় নির্বিঘেœ কাজ করতে পারেন। কিন্তু বাইরের ঠিকাদাররা চরফ্যাসন ও মনপুরায় কাজ করতে গেলেই তাদের বাধার মুখে পড়তে হয়। দিতে হয় ২০ পার্সেনট কমিশনসহ বিভিন্ন চাঁদা।
ঠিকাদাররা আরও উল্লেখ করেন, জ্যাকব মাত্র এইচএসসি পাস হলেও ক্ষমতার আমলে রাতারাতি স্মাতক ও ¯œাতকোত্তর পাশ করার দাবির পেছনে জাল সনদের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে মামলাও হয়েছিল। তিনি ২০০৭ সালে ঢাকার ইস্টার্ন ব্যাংক, দিলকুশা শাখা থেকে পারসোনাল লোন চেয়ে যোগ্যতার অভাবে পাননি। সেই জ্যাকব রাতারাতি অঢেল টাকা ও সম্পদের মালিক হলেন কীভাবে!
বিক্ষুব্ধ ঠিকাদাররা ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিচার দাবির পাশাপাশি তারা যাতে নির্বিঘেœ চরফ্যামন ও মনপুরা উপজেলায় কাজ করতে পারে সেই দাবি জানিয়েছেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের দাবি পুরণ না হলে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান, অবস্থান ধর্মঘট, এলজিইডিসহ স্থানীয় বিভিন্ন দপ্তর ঘেরাও, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ভূক্তভোগী ঠিকাদার জুলফিকার জুয়েল অভিযোগ করেন, ২০১৬ সালে মনপুরায় তিনি একটি কাজ পেয়েছিলেন। ওই কাজ করতে গেলে ২০ লাখ টাকা কমিশন দাবি করা হয়েছিল। তিনি কমিশনের টাকা না দেয়ায় সাইড থেকে তার ইট, পাথর, রডসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ওই কাজে তিনি লোকসানের মুখে পড়ে ভোলা শহরে নির্মিত তার ৩ তলা বাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হন। এখন তার মাথার উপর ছাদ নেই। রাজ্জাক নামের অপর এক ঠিকাদার জানান, তিনি টেন্ডারে ২টি কাজ পেয়েছিলেন। ওই কাজ করতে গিয়ে ২০ লাখ টাকা দিতে হয়েছে। ঠিকাদার সায়েম অভিযোগ করেন, তিনি চরফ্যাসনে কাজ করতে গেলে তাকেও স্বপন চৌধুরীর মাধ্যমে এমপি জ্যাকবকে ১৭ লাখ টাকা দিতে হয়েছে।
এ সময় ঠিকাদারদের মধ্যে বক্তব্য রাখেন কাওসার হোসেন টুয়েল, হোসাইন সাদি প্রমূখ। এ ছাড়া উপস্থিত ছিলেন ইলিয়াছ আহমেদ,আবিদুল আলমসহ অর্ধশতাধিক ঠিকাদার।





দৌলতখানে জামায়াতের বিক্ষোভ মিছিল

দৌলতখানে জামায়াতের বিক্ষোভ মিছিল

লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা

লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা

পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবীতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবীতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

অসহায় কর্মহীণদের স্বাবলম্বী করতে বোরহানউদ্দিন ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ

অসহায় কর্মহীণদের স্বাবলম্বী করতে বোরহানউদ্দিন ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ

প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ

প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ

জামায়াতের পিআর-এনসিপির প্রতীকের আন্দোলন নির্বাচনে প্রভাব পড়বে না :  ইসি আনোয়ারুল ইসলাম

জামায়াতের পিআর-এনসিপির প্রতীকের আন্দোলন নির্বাচনে প্রভাব পড়বে না : ইসি আনোয়ারুল ইসলাম

যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক: সালাহউদ্দিন

যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক: সালাহউদ্দিন

বঙ্গোপসাগরে লঘুচাপ; সারাদেশে পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ; সারাদেশে পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা

বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা

বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা

আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন: সারজিস

আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন: সারজিস

আরও...