অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ঔপনিবেশিকতার অবসান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২৩ রাত ০৯:৩৩

remove_red_eye

২১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ২০২৩ এর ন্যায্যতাভিত্তিক বিনোয়োগ: শিক্ষায় অর্থায়নের ঔপনিবেশিকতার অবসান বিষয়ক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে ।
গণসাক্ষরতা অভিযান ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) যৌথ ভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, জেলা শিক্ষা গবেষণা অফিসার নুরে আলম সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। জন উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট তত্বাবধায়ক ফজলুর রহমান।
আলোচনা সভার সভাপতিত্ব করেন- সংস্থার কর্মস‚চি পরিচালক হুমায়ুন কবীর, আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্যাহ। অনুষ্ঠানে সরকারি বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ওয়াচ কমিটির সদস্যবৃন্দ ও সামাজিক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।