অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


২০২৮ সাল পর্যন্ত মিলানের সাথে চুক্তি নবায়ন করলেন রাফায়েল লিয়াও


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

২১৩

এসি মিলানের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন পর্তুগীজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত মিলানেই থাকছেন লিয়াও। এক বিবৃতিতে মিলানের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 
যদিও চুক্তির বিস্তারিত সম্পর্কে মিলানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ইতালিয়ান গণমাধ্যম জানিয়েছে মূল বেতন হিসেবে লিয়াও পাঁচ মিলিয়ন ইউরো পাবে, সাথে বেশ কিছু বোনাস রয়েছে। যে কারনে সব মিলিয়ে তার বেতন নতুন চুক্তিতে গুরুত্বপূর্ণ হারে বৃদ্ধি পেয়েছে। 
তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ১৭৫ মিলিয়ন ইউরো। ২৩ বছর বয়সী লিয়াও ২০১৯ সালে লিলি থেকে মিলানে যোগ দিয়েছিলেন। সান সিরোর ক্লাবটির হয়ে এ পর্যন্ত খেলেছেন ১৫২টি ম্যাচ। গোল করেছেন ৪১টি, এ্যাসিস্ট করেছেন ২৯টি। 
গত মৌসুমে ১১ বছরের মধ্যে প্রথমবারের মত সিরি-এ লিগ জয়ে মিলানের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লিয়াও। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছে এসি মিলান।

সুত্র বাসস