অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ১১৯ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:২৫

remove_red_eye

২৪১৮



আকতারুল ইসলাম আকাশ : ভোলা জেলায় ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষকের পাশাপাশি ৫৭৮ জন সহকারি শিক্ষকের পদও শূন্য রয়েছে দীর্ঘদিন।
জেলা শিক্ষা অফিস সূত্র থেকে জানা যায়, জেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৪৬টি। যাঁর মধ্যে সদর উপজেলায় ২০৮টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে ৪ জন, দৌলতখান উপজেলায় ১০৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫জন, বোরহানউদ্দিন উপজেলায় ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০ জন ,লালমোহন উপজেলায় ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩জন , চরফ্যাশন উপজেলায় ২১৩টি প্রাথমিক বিদ্যালয়ের  মধ্যে ২২জন,তজুমদ্দিন ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৪জন ও মনপুরায় ৪৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে ১১ জন। এবং জেলায় সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে ৫৭৮ জন।    
সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইলিয়াস হোসেন জানান, প্রায় ৮ বছর আমাদের স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য। এছাড়া সহকারি শিক্ষকের দুটি পদও শূন্য রয়েছে।
একাধিক শিক্ষক ও অভিভাবকরা জানান, অতি দ্রুত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ না হলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও পাঠদান কার্যক্রম ব্যাহত হবে। যাঁর ফলে ছাত্রছাত্রীরা পরিপূর্ণ শিক্ষা থেকে পিছিয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।                   
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, ভোলায় ১১৯ জন প্রধান শিকআষকের পদ মূণ্য রয়েছে। কিন্তু সরকারি ভাবে কোন নিয়োগ দেয়া হয়নি। তবে চূড়ান্ত ভাবে ৩৪৪ জন সহকারী শিক্ষক নিয়োগ হওয়ার কথা ছিলো। কিন্তু আদালতে মামলা হওয়ায় কারণে ৬ মাস নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। মামলা নিষ্পত্তি হলে ৩৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে।