অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বঙ্গবন্ধু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুন ২০২৩ রাত ০৮:৫৭

remove_red_eye

৩৯৭

বঙ্গবন্ধু
          ডাঃ মোঃ মহিউদ্দিন

ফরিদপুরের প্রত্যন্ত
এক টুঙ্গিপাড়া গ্রাম ,
সেথায় জন্ম নিল এক চমৎকার
শিশু  শেখ মুজিব নাম।
আদর করে ডাকতেন
তাকে খোকা নামে ,
শৈশব তিনি কাটিয়েছিলেন
টুঙ্গিপাড়া গ্রামে।
মধুমতির ঘোলা জলে ,
সাঁতার কাটাতেন খেলার ছলে।
খেলাধুলা দুরন্তপনা
দস্যিপনা করতেন ,
দলে বলে কখনো হাডুডু
কখনো ফুটবল
খেলা নিয়ে মেতে থাকতেন।
কখনো ভলিবল খেলায়,
অথবা কখনো আবার
দেখা যেত গ্রামের কোন মেলায়।
কথা বলা শিস দেওয়া
শিখাতেন ধরে শালিক ছানা,
আদর করে পুষে রাখতেন
খাঁচায় ভরে ময়না।
দলবল নিয়ে খুঁজে বেড়াতেন
কোথায় আছে পাখির ছানা।
পুষতেন বানর, কুকুর,
সম্পর্কটা তাদের সাথে
ছিল খুবই  মধুর।
পাখিদের শেখাতেন মানুষের সুর।
ভাত, মাছের ঝোল,
সবজি ছিল খোকার প্রিয় খাবার।
এক সময় গ্রামে দুর্ভিক্ষাবস্থা
নিয়ে চলছিল চাপা গুঞ্জন,
কিশোর মুজিব পরিস্থিতি দেখে
দুঃখে ভরা মন।
তিনি কিছু একটা করার জন্য
ছটফট  করছিলেন,
তিনি গোলা থেকে নিজে তার
বাবাকে নিয়ে গরিব দুঃখী
চাষীদের মাঝে ধান বিতরণ  করেন।
এক কথায় তিনি গরিব-দুঃখীদের
কাছে খুবই প্রিয় মানুষ ছিলেন।
তিনি আমাদের সবার প্রিয়
জাতির জনক শেখ মুজিবুর রহমান।