অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক লালমোহনের নাহার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মে ২০২৩ রাত ০৯:৩১

remove_red_eye

৩১৩

লালমোহন প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জেলার পর এবার বরিশাল বিভাগে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন হোসনে আরা নাহার। তিনি ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার (৩০ মে) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আয়োজকদের গঠিত বাছাই কমিটি তার পেশাগত, গবেষণামূলক, সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন।
জানা যায়, হোসনে আরা নাহার যোগদানের পর থেকেই তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনা করে আসছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ইতোপূর্বে দুইবার আইসিটি ট্রেনিংয়ে থাইল্যান্ড গিয়েছেন। এর আগে, ২০১৬ ও ২০১৯ এবং ২০২৩ সালে তিনবার উপজেলা ও জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
নিজের এই কৃতিত্বপূর্ণ অর্জনের ব্যাপারে হোসনে আরা নাহার বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বিভাগে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছি। এতে আমি আনন্দিত এবং গৌরবান্বিত। এটা আমার জন্য সত্যিই বড় অর্জন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবো। তাই সকলের কাছে দোয়া কামনা করছি।





আরও...