অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সেপ্টেম্বরে জার্মানীর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মে ২০২৩ বিকাল ০৫:২৭

remove_red_eye

৩৬৮

সেপ্টেম্বরে ডর্টমুন্ডে ইউরো ২০২৪’র স্বাগতিক জার্মানীর বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে  বিশ^কপের ফাইনালিস্ট ফ্রান্স। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।
ম্যাচটি বরুশিয়া ডর্টমুন্ডের হোম গ্রাউন্ড  সিগন্যাল ইডুনা পার্কে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পাঁচ দিন পর ইউরো বাছাইপর্বে প্যারিসে আয়ারল্যান্ডকে আতিথ্য দিবে ফরাসিরা।
স্বাগতিক হিসেবে সরাসরি ইউরোর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় জার্মানী ইউরোর আগে শুধুমাত্র প্রীতি ম্যাচ খেলবে। অন্য দেশগুলোকে বাছাইপর্বে বাঁধা অতিক্রম করে আসতে হবে।
বিশ^কাপ রানার্স-আপ ফ্রান্স আগামী ১৭ অক্টোবর উত্তরাঞ্চলীয় শহর লিলিতে স্কটল্যান্ডের বিরুদ্ধেও একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে।

সুত্র বাসস