অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় অসহায় দরিদ্র পরিবারকে দোকান উপহার দিলো কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে মে ২০২৩ সকাল ০৬:১১

remove_red_eye

২৩৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করেছে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন ও ইলিশা ইউনিয়ন এ দুটি অসহায় দরিদ্র পরিবারকে দুটি দোকান উপহার দেয়া হয়। দোকান দুটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বাহাউদ্দিন। দোকান পেয়ে মিরাজ জানান, আগে তিনি রিক্সা চালাতেন এবং সড়ক দুর্ঘটনায় একটি পা হারান। পা হারিয়ে বেকার হয়ে পরেন তিনি। পরে কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন তার কৃত্তিম পা লাগিয়ে দেয় এবং বাবসা করার জন্য দোকান করে দেন। এর আগেও দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিক্সা, ভ্যানগাড়ি, সবজি, সেলাই মেশিন, গরু বিতরণ এর মত নানাবিধ কাজ করে এ ফাউন্ডেশন। ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা জানান সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক হাসান ইসতিয়াক (বাবু), আলতাযের রহমান কলেজ এর অধ্যক্ষ জাহানযেব আলম টিটব, নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহামুদ মঞ্জিল, আশরাফুল হক সোহেল সহ সংগঠনের সদস্যরা। তাদের এ ধরনের বাতিক্রমী উদ্যোগে খুশি নিম্নআয়ের মানুষ এবং এলাকাবাসী। কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলে নিম্নআয়ের মানুষের খাদ্য সামগ্রী, ঈদ উপহার, চিকিৎসা সেবা সহ বিভিন্ন সহযোগীতা করে আসছে।