অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:৩২

remove_red_eye

৯২১



বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে অটোরিকশার ধাক্কায় মো. জিহাদ (১৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  মঙ্গলবার সকাল ১১ টার দিকে ভোলা-চরফ্যাসন সড়কের বৈদ্যেরপোল এলাকার বাংলা পদ্মা মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ একই উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এমরান আলীর ছেলে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মটরসাইকেল চালিয়ে ওই যুবক বোরহানউদ্দিন থেকে লালমোহনের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু হয়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।