অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় ১৫ কজি হরিণের মাংসসহ  শিকারী গ্রেফতার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মে ২০২৩ রাত ০৯:৪৮

remove_red_eye

৩৫৪

মনপুরা প্রতিনিধি : ভোলার  বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় জবাইকত হরিণের ১৫ কজি মাংসসহ এক হরিণ শিকারীকে আটক করা হয়েছে।  এই সময় সংঘবদ্ধ চক্রের অপর পাঁচ সদস্য পালিয়ে যায়। সোমবার  গভীর রাত সাড়ে ৩ টায় মনপুরা ফায়ার সার্ভিস স্টশনের উত্তর পাশের পাকা সড়কের ওপর থকে মাংসসহ হরিণ শিকারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃত হরিণের শিকারী হলেন, মাঃ কালু (২৮)। তিনি উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিদা গদু সর্দারের ছলে। মঙ্গলবার দুপুর ২ টায় আটককত এক হরিণ শিকারী ও পালিয়ে যাওয়া ৫ জনের  বণ্যপ্রাণী নিধন আইনে মামলা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, একদল হরিণ শিকারী বদনার চর থকে হরিণ শিকার করে হরিণের মাংস নিজেদের মধ্যে ভাগবাটোয়ার করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস. আই ইয়াকুবের নর্তত্বে পুলিশের একটি টিম সোমবার রাত সাড় ৩ টায় উপজেলা সদর ফায়ার সার্ভিস স্টশনের উত্তর পাশে সড়কে অভিযান চালায়। এই সময় ব্যাগ হাতে একদল লাক যাওয়ার সময় পুলিশ চ্যালেঞ্জ করলে ব্যাগ ভর্তি জবাইকত হরিণের ১৫ কজি মাংসসহ কালুকে আটক করে। এই সময় চক্রের অপর ৫ সদস্য পালিয়ে যায়। পরে পুলিশের জরার মুখে আটককত হরিণ শিকারী কালু চক্রের অপর ৫ সদস্যের নাম জানায়। পরে পুলিশ আটককত হরিণ শিকারী কালু সহ চক্রের অপর ৫ সদস্যের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করে। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৫ কজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারীক আটক করে। আটককত হরিণ শিকারীর তথ্যে চক্রের অপর পাঁচ সদস্যসহ হরিণ শিকারীর বিরুদ্ধে বণ্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে। তিনি আরও জানান, পালিয়ে যাওয়া চক্রের অপর সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।