অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে দুই নারীর মরদেহ উদ্ধার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মে ২০২৩ রাত ০৯:৪৩

remove_red_eye

২৭৪

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে অজ্ঞাত এক নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকার বেঁতুয়া নদী থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়। এরআগে, স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন মো. সাথি (২৫) নামের এক গৃহবধূ। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের চরল²ী গ্রামে স্বামীর বাড়িতে বিষপান করেন ওই গৃহবধূ। সে ওই এলাকার মো. মাইনুদ্দিনের স্ত্রী। এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





আরও...