অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে দুস্থ ও ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন ও টাকা বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

৩০৩

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে দুস্থ অসহায় পরিবার ও  ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে ১শত বানন্ডেল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১২ টায় দৌলতখান উপজেলা প্রশাসন মিলনায়তনে দুস্থ অসহায়  পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন ও ঘর মেরামতের জন্য ৩ হাজার টাকা করে  চেক বিতরণ করেন ভোলা - ২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুল।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ দেয়া এসব ত্রাণ সামগ্রী বিতরণ  করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহি অফিসার পাঠান মো. সাইদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান টিপু, সৈয়দ পুর ইউপি চেয়ারম্যান আবদুল মালেক মাস্টার, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।