অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় জেলেদের মধ্যে চাল বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

২৫৮

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা জেলার বোরহানউদ্দিন পৌর এলাকায় জাটকা (ছোট ইলিশ) আহরণ থেকে বিরতথাকা ৬ শত ৬৩ জেলে পরিবারের মধ্যে সরকারের মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়েছে। এপ্রিল-মে এ দুইমাসের জন্য বরাদ্দ ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল পেয়েছে প্রত্যেক জেলে পরিবার। সোমবার সকাল ১১ টায় পৌরসভা চত্ত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-২(বোরহানউদ্দিন- দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে সাংসদ আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এসময় আরো বক্তৃতা করেন,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌরসভার নিবাহী প্রকৌশলী আ. সাত্তার,বিআরডিবি চেয়ারম্যান মো. জসিমউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা(চলতি দায়িত্ব)আলী আহমদ আকন্দ, পৌরসভার কাউন্সিলর জোহেব হাসান, পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা। এসময় পৌরসভার কাউন্সিরর, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।