অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:২৮

remove_red_eye

৪৪৪

বোরহানউদ্দিন প্রতিনিধি : ‘গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে রবি ও সোমবার দুইদিন ব্যাপী ভোলার বোরহানউদ্দিনে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে উপহেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকারের নেতৃত্বে একটি র‌্যালি বোরহানউদ্দিন পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, উপহেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মোহাম্মদ তারেক। রোববার প্রথম দিনে দিবসটি পালন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে উপহেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার, মেডিকেল অফিসার ডা. শুভাগত চন্দন,ডা. মাহির ফয়সাল চিকিৎসা সেবা দেন।