অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় চোরাই শাড়িসহ ট্রলার জব্দ ৪ ভারতীয়সহ ১৫ জন আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৩৬

remove_red_eye

৭০৯



কামরুল ইসলাম : ভোলায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই শাড়ি ও ৪ ভারতীয় নাগরিকসহ ১৫ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার সোনার চর এলাকা থেকে তাদের রবিবার রাতে আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. ওয়াসিম আকিব জাকির সোমবার সকালে তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার বঙ্গোপসারনের মোহনার সোনার চর এলাকা থেকে একটি ট্রলার ভর্তি বিপুল পরিমান ভারতীয় শাড়িসহ ৪ জন ভারতীয় নাগরিত ও ১১ জন বাংলাদেশীকে আটক করা হয়।
তিনি আরো জানান, ওই পাচারকারীরা ভারত থেকে এ শাড়ি সমুদ্র পথে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে আসে। কোস্টগার্ড সূত্র জানায়, আটককৃতদেরকে ট্রলার সহ চরফ্যাসন থেকে ভোলা  কোস্টগার্ড জোনাল অফিসের উদ্দেশ্যে সোমবার সকালে রওয়ানা দিলেও রাতে সোয়া ১০টার পর্যন্ত এসে পৌছেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।