অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে একুশে ফেবব্রুয়ারী পালন উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৩৪

remove_red_eye

৫৫৯




লালমোহন প্রতিনিধি : লালমোহনে মহান একুশে ফেব্রæয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি। এসময় উপস্থিত ছিলেন সরকারী শাহবাজপুর কলেজের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সাবেক সম্পাদক দিদারুল ইসলাম অরুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, আবুল বশার সেলিমসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় একুশে ফেব্রæয়ারী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এর মধ্যে প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকালে সর্যোদয়ের পরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৮টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রভাত ফেরী, সাড়ে আটটায় শহীদ মিনার প্রাঙ্গনে শিশু কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।