অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোগানকে অভিনন্দন যুক্তরাষ্ট্রের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে মে ২০২৩ বিকাল ০৪:৩৭

remove_red_eye

২২৭

তুরস্কে ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোটে রিসেপ তায়িপ এরদোগান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে অভিনন্দন জানিয়েছেন।
রোববার এক টুইট বার্তায় বাইডেন বলেন, ‘ন্যাটো মিত্র হিসেবে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ও অভিন্ন বৈশি^ক চ্যালেঞ্জ মোকাবেলায় তুরস্কের সঙ্গে আমি একযোগে কাজ করতে আগ্রহী।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন ব্যক্তিগতভাবে এরদোগানকে অভিনন্দন জানিয়ে তুরস্ককে গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র ও অংশীদার বলে বর্ণনা করেছেন।
উল্লেখ্য, রোববার তুরস্কের ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়েছেন এরদোগান। তিনি টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ৯৭ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।
গত ১৪ মে দেশটিতে প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হয়। কিন্তু কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

সুত্র বাসস





আরও...