অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধু বিশ্ববন্ধু”-এই উপাধী ৫০ বছর আগেই পেয়েছেন : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মে ২০২৩ রাত ১২:১৯

remove_red_eye

২২৩

লালমোহন প্রতিনিধি : মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন ঢাকা থেকে সম্প্রচারিত মূল অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে লালমোহন উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন, শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলার নন, তিনি বিশ্বের। বঙ্গবন্ধু বিশ্বের বন্ধু- এই উপাধী তিনি ৫০ বছর আগেই পেয়েছেন। লালমোহন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ইমরান-মাহমুদ-ডালিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আলোচনা শেষে লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমী ও লালমোহন হা-মীম একাডেমীর শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।





আরও...