অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ৫ শিক্ষক বহিস্কার: ১ জনের জেল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০১:৫৩

remove_red_eye

৫১১



লালমোহন প্রতিনিধি : লালমোহনে এসএসসির পদার্থ বিজ্ঞান ও ইতিহাস পরীক্ষা চলাকালে সোমবার কেন্দ্র সচিবসহ ৫ শিক্ষক বহিস্কার ও জরিমানা করা হয়েছে। একজনকে ১ মাসের জেল দেওয়া হয়েছে। উপজেলার ধলীগৌরনগর পরীক্ষা কেন্দ্র থেকে নির্দিষ্ট বিষয়ের শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ওই কেন্দ্রের সচিব মুহাম্মদ মীজান উর রশীদকে ২ বছরের জন্য বহিস্কার ও ৫০০ টাকা জরিমানা করেন। একই সাথে শিক্ষক নেপাল চন্দ্র কর, হাসানুজ্জামান ও মনিরকেও বহিস্কার করা হয়। এছাড়া গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র কারেকশন করে দেওয়ার অভিযোগে ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমানকে ১ মাসের সাজা দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউসুফ হাসান।