অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


তুরস্কে ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

২২৮

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। কোন প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় প্রথমবারের মতো দ্বিতীয় দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় সময় সকাল ৮ টায় এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। 
গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছিলেন ৪৫ দশমিক শূন্য শতাংশ ভোট। 
ধারনা করা হচ্ছে দ্বিতীয় দফার ভোটের মধ্যদিয়ে এরদোয়ানের ২০ বছরের ক্ষমতার মেয়াদ আরো বাড়বে। তিনি তার সমর্থকদের ‘নতুন যুগ’ এর প্রতিশ্রুতি দিয়েছেন। 
এদিকে বিরোধী নেতাও তার হতাশ সমর্থকদের চাঙ্গা করতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। 

সুত্র বাসস





আরও...