অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে উদ্যোক্তাদের মাঝে দেশিয় মুরগি পালনে বিভিন্ন উপকরন বিতরন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

২৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর এলাকায় গতকাল দেশি মুরগি পালনে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে নানা উপকরন বিতরণ করা হয়েছে। এসইপি প্রকল্পের আওতায় প্রায় ৩৮জন উদ্যোক্তাদের মধ্যে এ গুলো বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর। পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের এসইপি প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ উপকরন গুলো বিতরন করেন। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, কারিগরি কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, শাখা ইনচার্জ মোঃ আবদুল্লাহ সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উদ্যেক্তাদের প্রশিক্ষনের পাশাপাশি বিনামুল্যে ৩৮ জন ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে জৈব নিরাপত্তা সরঞ্জাম, মুরগির ঠোঁট কাটার জন্য ডিবেকার মিশিন ও অটো ভ্যাকসিন গান, বø্যাক সোলজার ফ্লাই এর খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম( নেট, ফ্লাই এর ডিম, গামলা, ড্রাম, নিপল ড্রিংকার এর জন্য প্রয়োজনিয় সরঞ্জাম বিতরণ করা হয়।