অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে ৪১ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:১১

remove_red_eye

৩০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহনে জেলেদের জীবনমান উন্নয়ন লক্ষ্যে ৪১ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়েছে। 
শুক্রবার সকালে লালমোহন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন,বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  জেলেদের জীবন মানোন্নয়ন করার লক্ষে নিরালশ ভাবে কাজ যাচ্ছে।  যা অতিতে কোনো সরকার করেনি। 

এসময় লালমোহন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

 





আরও...