অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


এবার ভোলার চরসামাইয়াতে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৫:৪৬

remove_red_eye

৬৩৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দৌলতখানের গণধর্ষণের ৫ দিন না যেতেই এবার ভোলার চরসামাইয়া ইউনিয়নে এক শিশু সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে ওই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা হাসপাতালে ছুটে যায়। তবে আসামীকে গ্রেফতার করতে পারেনি।

স্থানীয় ও নির্যাতনের শিকার ওই শিশুর পরিবার সূত্রে জানাগেছে, ভোলা সদরের চর সামাইয়া ইউনিয়নের সাহেবের চর এলাকায় দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণি ছাত্রীকে ঘরে একা রেখে তার মা ঔষধ আনতে দোকানে যায়। এই সময় পাশের বাড়ির সেলিমের পুত্র রায়হান ঘরে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এসময় ছাত্রীর ডাকচিৎকার শুনে এলাকার লোক ছুটে আসলে রায়হান পালিয়ে যায়। পরে ওই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়। ভোলা অতি: পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক জানান,তারা খবর পাওয়ার সাথে সাথে আসামীকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছেন।