অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৪৮

remove_red_eye

২০৩৭



 বোরহানউদ্দিন সংবাদদাতা :  বোরহানউদ্দিন উপজেলা কর্তৃক আয়োজিত শুদ্ধসুরে জাতীয় সংগিত পরিবেশন প্রতিযোগিতায় অংশ গ্রহণ না করায় বোরহানউদ্দিনের ভোলা পলিট্যাকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী স্বক্ষরিত ১৪৪/১ স্মারকে প্রেরিত নোটিশে বলা হয় গত ১২ ফেরুয়ারি উপজেলা প্রশাসন এর  আয়োজনে ৯টি ইউনিয়ন এবং পৌরসভা একযোগে ১০টি ভ্যানুতে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করেন। ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটি এর শিক্ষার্থীরা ওই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেনি। সরকার কর্তৃক আদেশ এবং জাতীয় সংগীত বিধিমালা ১৯৭৮ এর ধারা অবমাননার অভিযোগে ভোলা পলিটেকটিক ইনস্টিটিউট এর অধ্যক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
এ বিষয়ে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি অবগত ছিলেন না। তাছাড়া পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়িতে থাকায় ওই দিন একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  জানান, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করা হয়েছে।