অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোমা হামলায় নিহত বিচারকদের স্মরণে ভোলায় শোক র‌্যালী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০১৯ রাত ০৮:২৪

remove_red_eye

৮৬১

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : দেশ ব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলায় নিহত বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে ১৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাদের স্মরণে ভোলা শোক র‌্যালী ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা বিচার বিভাগের আয়োজনে ভোলা জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হকের নেতৃত্বে শহরে একটি শোক র‌্যালী বের বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিন করে ভোলার সন্তান নিহত জজ সোহেল আহম্মেদের সমাধিতে পুস্পমাল্য দেয়া হয় এবং দোয়া মুনাজাত করা হয়। এ সময়উপস্থিত ছিলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট জিএমআজম, ভোলা আইনজীবী সমিতির সভাপতি এড্যভোকেট সালাউদ্দিন, সম্পাদক গোলাম মোর্শেদ কিরণ, জিপিএডঃ নুরুল আমিন নুরুন্নবী, পিপি সৈয়দ আশরাফ হোসেন লাভু, নিহত বিচারক সোহেলের ভাই সাবেক সিভিল সার্জন ডাঃ ফরিদ আহম্মেদসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য,২০০৫ সালের এই দিন ঝালকাঠিতে বোমা হামলায় কর্মরত অবস্থায় নিহত হন ভোলার সন্তান বিচারক সোহেল আহম্মেদ ও বরিশালের সন্তান বিচারক জগন্নাথ পাঁড়ে।