অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৩শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

৩৪২

হাসনাইন আহমেদ মুন্না : জেলার মনপুরা উপজেলায় আজ শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ এই প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও জেলা ক্রিড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী।
জেলা ক্রীড়া অফিসার মো: সাইদুল ইসলামের (অ: দা:) সভাপতিত্বে এসময় আরো উপস্থিথ ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: নিজাম উদ্দিন মিয়া, ইউনিসেফ’র জেলা প্রতিনিধি শান্তা রানী, হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন প্রমূখ।
জেলা ক্রীড়া অফিসার জানান, আজ উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ২৪০ শিক্ষার্থী নিয়ে শিশু সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলার মধ্যে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল ও কাবাডী রয়েছে। যার মাধ্যমে শিশুরা বিভিন্ন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে পারবে। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।