অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ৩ লাখ ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:০০

remove_red_eye

৭৪৭


এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর সামরাজ এলাকায় গত শুক্রবার ভোর ৪টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২ হাজার মিটার চর ঘেরা জালসহ  ৮০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মো. আলমগীর পারভেজ জানান, মৎস খাতের উন্নয়ন ও মৎসপ্রজনন বাড়ানোর লক্ষ্যে চরফ্যাশনের সামরাজ এলাকার মেঘনায় জাটকা নিরোধ অভিযান পরিচালনাকালে নদী থেকে ৩লাখ মিটার কারেন্ট জাল ও ২হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করা হয়। সকালে উপজেলা মৎস কর্মকর্তার নির্দেশে এ জালগুলো কোস্টগার্ড অফিস সংলগ্ন বাগানে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। পরে মাছগুলো উপজেলা মৎস অফিসার মারুফ হোসেন মিনারের নির্দেশে স্থানীয় অসহায় পরিবার ও চর কচ্ছপিয়ার দুইটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।