অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে ভূমি সপ্তাহ ২০২৩ উদযাপন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মে ২০২৩ রাত ০৯:৫০

remove_red_eye

১৯৩

 লালমোহন প্রতিনিধি : স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এই শ্লোগানকে সামনে রেখে ২২-২৮ মে ২০২৩ ইং ভূমি সপ্তাহ উদযাপন উপলক্ষে ভোলার লালমোহনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে এ উপলক্ষে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অুনষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণের অংশ স্মার্ট ভূমি সেবা। এর ফলে আগামীতে ভূমি নিয়ে আর জটিলতা থাকবে না।
লালমোহন উপজেলা ভূমি অফিসের আয়োজনে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইমরান-মাহমুদ-ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, ফরহাদ হোসেন মুরাদসহ আরো অনেকে।





আরও...