অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ১০ হাজার মেট্রিকটন বোরো ধান-চাল সংগ্রহে কার্যক্রম চলছে


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২১শে মে ২০২৩ রাত ১০:১৯

remove_red_eye

২১১

হাসনাইন আহমেদ মুন্না : জেলায় চলতি বছর সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহের কার্যক্রম এগিয়ে চলছে। এবছর ১০ হাজার ১ মেট্রিকটন বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে স্থানীয় খাদ্য বিভাগের পক্ষ থেকে। এর মধ্যে চাল ৬ হাজার ৯০ মেট্রিকটন ও ধান ৩ হাজার ৯১১ মেট্রিকটন। গত ৭ মে এই জেলায় ধান-চাল সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়। যা চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত।
জেলা খাদ্য অফিস সূত্র জানায়, এবছর সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের আবেদন গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে লটারির মাধ্যমে বাছাইপ্রাপ্ত কৃষকের ধান সংগ্রহ করা হচ্ছে। ধানের মূল্য নির্ধারন করা হয়েছে ৩০ টাকা কেজি ও ৪৪ টাকায় কেজিতে চাল সংগ্রহ করা হচ্ছে। চালের জন্য ৫টি মিল মালিকের সাথে চুক্তি করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দিপ কুমার দাস বাসস’কে জানান, ইতোমধ্যে জেলায় ৯৩৫ মেট্রিকটন চাল ও ৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়েছে। আমাদের কার্যক্রম এগিয়ে চলছে। আশা করছি নির্ধারিত সময়ের আগেই কার্যক্রম সম্পন্ন হবে। সরাসরি কৃষকদের কাছ থেকে আবেদনের মাধ্যমে ধান সংগ্রহ করায় অন্য কারো সুবিধা নেয়ার সুজোগ নেই। ধানের সরকারি মূল্য কৃষকদের পক্ষে থাকায় তারা লাভবান হচ্ছেন বলে জানান তিনি।






আরও...