অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


স্মার্ট প্রজন্ম তৈরি করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা আরো আধুনিক করতে হবে: এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:১৯

remove_red_eye

৩০৩

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আগামীতে যে প্রজন্ম আমাদের নেতৃত্ব দেবে, সেই প্রজন্ম তৈরি করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা আরো আধুনিক করতে হবে। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। এজন্য স্মার্ট প্রজন্ম তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট সিটিজেনের বিকল্প নেই। শনিবার সকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এসইডিপি প্রজেক্টের অরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইমরান-মাহমুদ-ডালিম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি প্রজেক্টের হিসাবরক্ষক কর্মকর্তা মো. মাহফুজ আলমসহ অরো অনেকে বক্তব্য রাখেন।






আরও...