অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


নির্যাতনে অতিষ্ট হয়ে ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা গৃহবধূর


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মে ২০২৩ সন্ধ্যা ০৬:১৬

remove_red_eye

৩৩০

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। শুক্রবার সন্ধ্যায় ইঁদুরের ওষুধ খাওয়ার পরে রাতে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই গৃহবধূ উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আসুলি এলাকার মইজুদ্দিন হাওলাদার বাড়ির ইব্রাহিমের স্ত্রী।
জানা যায়, লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া গ্রামের জমাদার বাড়ির আলমগিরের মেয়ে বিবি হাজেরা। ২০১৭ সালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আসুলি গ্রামের মইজুদ্দিন হাওলাদার বাড়ির আব্দুল মালেকের ছেলে ইব্রাহিমের কাছে তাকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। বর্তমানে তাদের সংসারে ৩ বছর বয়সী একজন সন্তান রয়েছে।
নির্যাতনের শিকার গৃহবধূ বিবি হাজেরা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন সময় নানা অজুহাতে তাকে মারধর করতো তার স্বামী ইব্রাহিম। শুক্রবার বিকালে নিজেদের গরু অন্যত্র চলে যায়। এরপর সেই গরু খুঁজে বের করেন হাজেরা। সন্ধ্যায় তার স্বামী ঘরে আসলে তাকে বিষয়টি জানালে সে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে মারধর ও লাথি, কিল-ঘুষি দিতে থাকে স্বামী ইব্রাহিম। এসময় ভয়ে সে ঘর থেকে বেরিয়ে বাগানের মধ্যে গিয়ে পালিয়ে থাকার চেষ্টা করেন। সেখানে গিয়েও মারধর করেন তার স্বামী। এরপর গৃহবধূ হাজেরা দৌড়ে এসে ঘরের দরজা আটকে ভিতরে আশ্রয় নেন। এক পর্যায়ে রাগে-ক্ষোভে ও অভিমানে ঘরে থাকা ইঁদুরের ওষুধ খান গৃহবধূ হাজেরা। পরে বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওই গৃহবধূর মা মনোয়ারা বেগম জানান, বিয়ের দুই বছরের মাথায় হাজেরাকে যৌতুকের টাকা ও বিভিন্ন মালামালের জন্য মারধর করতে শুরু করে তার স্বামী ইব্রাহিম। এসব ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় পারিবারিক ও স্থানীয়ভাবে শালিস করা হয়েছে। এরপরও হাজেরার ওপর নির্যাতন করতে থাকে ইব্রাহিম। শুক্রবারও তাকে বেধড়ক মারধর করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে ঘরে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে হাজেরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযোগের ব্যাপারে মুঠোফোনে গৃহবধূ হাজেরার স্বামী ইব্রাহিম বলেন, বাড়িতে অনেক কাজ। এসব কাজ রেখে হাজেরা তারা বাবার বাড়িতে যেতে চায়। তার জন্য রাগারাগি করেছি, তাকে কোনো মারধর করিনি। পরে সন্ধ্যার দিকে ইঁদুরের ওষুধ খায় সে।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, স্বামীর নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূ ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আরও...