অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মে ২০২৩ রাত ০৯:৪২

remove_red_eye

৪০৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান-মেম্বারদের দ্ব›েদ্বর কারণে বন্ধ থাকা ঈদের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন। এসময় এমপি শাওন বলেন, এলাকার কোনো জনপ্রতিনিধি কাউকে চাল দেয় না। অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চাল দিচ্ছেন। দেশের সাধারণ মানুষের কোনো কষ্ট যাতে না হয় সেজন্য প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সবসময় পাশে দাঁড়াচ্ছেন। চাল বিতরণকালে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।





আরও...