অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটলো


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৩৭

remove_red_eye

৭৪৩





এম শরীফ আহমেদ  : সারাদেশ মানুষ যখন বিশ্ব ভালোবাসা দিবসে ঘোরা-ঘুরি আনন্দ উৎসব বিভিন্ন অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিবসটি উদযাপনে ব্যস্ত থাকে ঠিক ওই সময় ভোলার গরীব, অসহায় সুবিধা বঞ্চিত শিশুরা তাদের ঘরে পরে থাকে অবহেলায়। কিন্তু এবারের ভালোবাসা দিবসে ভোলার তুলাতুলি বেড়ী বাঁধের শিশুরা আনন্দ ও হাসির মধ্যদিয়ে কাটিয়েছেন। ১৪ ফেব্রæয়ারি বিশ^ ভালোবাসা দিবস উপলক্ষে ভোলার তুলাতুলি এলাকায় ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলোনায়তনে ভোলার বেসরকারি সেবামূলক সংগঠন হেল্প এন্ড কেয়ার ও শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে ওই এলাকার গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী ‘ফুল দিয়ে নয়’ বই দিয়ে ভালোবাসা বিনিময়’ এ শ্লো গান নিয়ে বালিশ খেলা, মোরগ লড়াই, কেক কাটাসহ বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।
সাংবাদিক এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী প্রধান অতিথি ছিলেন ভোলার উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প প্রশিক্ষণ সমন্বয়ক মোঃ আরিফ হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জুয়েল সাহাসহ প্রমূখ।
ভোলার হেল্প এন্ড কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি পরিচালক মোঃ রাকিব উদ্দিন অমি’র সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে প্রায় শতাধিক শিশুরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক মোঃ সুমান ও এম শরীফ আহমেদ।
এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে এ প্রথমবারের মত হেল্প এন্ড কেয়ার ও শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্টের এমন আয়োজনকে স্বাগতম জানিয়েছেন ভোলার বিভিন্ন সুশিল সমাজের নেতৃ বুন্দরা। তারা জানান, সুবিধা বঞ্চিত এসব শিশুদের নিয়ে এমন আয়োজন করায় ওইসব শিশুরা বছরের সারা দিনের মত দিন কাটাইনি। তারা আজ সারা দেশের মানুষের মত আনন্দ ও বিনোদনের মধ্য দিয়ে সারা দিন কাটিয়েছে। তাদের মূখে আজ অনেক হাসি ফুটে উঠেছে। যা লাখ টাকা দিয়েও সম্বভ নয়।
ভোলার হেল্প এন্ড কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি পরিচালক মোঃ রাকিব উদ্দিন অমি জানান, আমরা সব সময়ই সুবিধা বঞ্চিত শিশুদের মূখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছি। আজও আমরা ওইসব শিশুদের মূখে হাসি ফোটানোর জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা সব সময় এবং সকলের সহযোতায় সমাজের গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করতে চাই।