অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মে ২০২৩ রাত ০৮:৫৯

remove_red_eye

২৪৬

লালমোহন প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রস্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলার লালমোহনে মঞ্চস্থ হলো নৃত্য-নাটক মহাস্বপ্ন ও  প্রামাণ্যচিত্র । বুধবার রাতে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে ৪২ মিনিটের এই নাটকটি মঞ্চস্থ হয়েছে। স্থানীয় সাংবাদিক ও নাট্যকার মো. জসিম জনির পরিচালনায় ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে জাতির পিতার হত্যার পর  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং পরবর্তীতে দেশের সার্বিক পরিস্থিতি ও বর্তমান উন্নয়ন অগ্রগতি নাটকে তুলে ধরা হয়। প্রায় শতাধিক স্কুল শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনয় এবং নৃত্যের সাথে নাটকে তুলে ধরা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণ, পদ্মা সেতুসহ মেঘা প্রকল্প বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণের গল্প।
এর আগে আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন  ভোলা-৩ আসনের সংদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই আজ আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্মার্ট বাংলাদেশের পেছনে অনেক দুঃখ-কষ্ট, ষড়যন্ত্র এবং আন্দোলন সংগ্রামের বিভিন্ন কাহিনী রয়েছে। আজ নাটকের মাধ্যমে তা ফুটে উঠেছে। সাংবাদিক জসিম জনি’র রচনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, জসিম জনি, সমির রায়, মনির খান, আকবর জুয়েল, বিধান, অনুষ্কা, ইকরাসহ লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।





আরও...