অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলা-২ আসনের এমপি মুকুলের মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৩৪

remove_red_eye

১২২৪


 বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র মা রহিমা বেগমের ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তাদের গ্রামের বাড়ী কোড়ালিয়া শুক্রবার দিনব্যাপী কোরআন খতম, কবর জিয়ারত ও আছরবাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব আলী আজম মুকুল। এমপি মুকুল বলেন, আমার আজকের অবস্থান আমার প্রিয় মায়ের জন্য। মায়ের দোয়া, ভালোবাসায় ও সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এর ভালোবাসায় আজকে সংসদ সদস্য হতে পেরেছি। আমার মা আমাকে ছোট বেলা থেকেই অনেক আদর করতেন এবং মুকুল বলে ডাকতেন। ছোট বেলা বাবা কে হারিয়েছে বড় হয়ে মাকে হারিয়েছি। আমার বাবা ও মায়ের জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ যেনো আমার বাবা মা কে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
দোয়া অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক প্রমূখ। এছাড়া বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলেম সমাজ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ দোয়ায় অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এর ভাই আলী আশরাফ এর স্ত্রী রহিমা বেগম ২০০১ সালে মারা যান।