বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মে ২০২৩ সন্ধ্যা ০৭:২৯
২৪০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ভোট বর্জন করলে নির্বাচন বন্ধ হবে না বরং বিএনপি আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।দল হিসেবে ওরা টিকবে না। ২০১৪ সালে বিএনপি নির্বাচন করেনি। ওদের ক্ষতি হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুরে ভোলা জেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেছেন, আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দলীয় পতাকা তুলে দেয়ার কারনেই বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পেয়েছি। কিন্তু বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না, এই ইনডেমনিটি অধ্যাদেশ দিয়েছিলো জেনারেল জিয়াউর রহমান। ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে সেই ইনডেমনিটি অরডিন্যান্স বাতিল করে বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ প্রশস্ত করেছি এবং পরবর্তীতে যারা খুনি তাদেরকে বিচার করে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতি চারণ করে বলেন, আজ ১৭ মে, ১৯৮১ সালের এই দিনে স্বজন হারানোর বেদনা নিয়ে বাংলার মাটিতে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠা কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী ,আওয়ামী লীগের সভাপতি,আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা। সেদিন অত্যন্ত ঝড়-বৃষ্টি ছিল, আমি তাঁর পাশেই ছিলাম। এক পাশে আমি অন্য পাশে আব্দুর রাজ্জাক ভাই।
তিনি আরো বলেন, ১৭ মে একটি ঐতিহাসিক দিন। কতো চেষ্টা হয়েছিল সে যেনো দেশে ফিরে আসতে না পারে। বঙ্গবন্ধুর দুই কন্যা যদি বিদেশে না থাকতো হয়তো তারাও আজ আমাদের মাঝে পেতাম না। আজকে ভাবতে অনেক ভালো লাগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগের সভানেত্রী। বাংলাদেশেকে উন্নয়নের রোল মডেলে পরিনত করে আন্তর্জাতিক বিশে^ পরিচিতি করেছেন। তিনি একজন দক্ষ রাজনীতিবিদ। আমরা বঙ্গবন্ধুর কন্যাকে নিয়ে গর্ব করি। আামর স্মৃতির পাতায় ভেসে ওঠে, সেদিন অনেক ঝড়বৃষ্টি ছিল। আমার সেদিন ¯েøাগান দিয়েছিলাম, ‘ঝড়-বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে’। সত্যি আমার তাঁর সাথে ছিলাম, এখনো আছি মৃত্যুর দিন পর্যন্ত আমরা তাঁর সাথে থাকবো। আওয়ামী লীগের প্রবীন নেতা আরো বলেন, আগামী সংসদ নির্বাচনের বেশি দিন নেই, নির্বাচনকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গ্রামে গ্রামে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহবান জানান তিনি।
ভোলা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, তোফায়েল আহমেদের কন্যা ডা. তাসলিমা আহমেদ জামান মুনি , ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহমুদ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মোহাম্মদ ইউনুছ, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে : আইজিপি
যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস উদযাপিত
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি
নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক