অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় প্রতিবন্ধী অধিকার বিষয়ক কর্মশালা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৭ই মে ২০২৩ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

২৩৭

হাসনাইন আহমেদ মুন্না: ভোলা সদর উপজেলায় ডিজেবিলিটি রাইটস এ্যাডভোকেসি প্লাটফর্ম দ্বারা সরকারি/বেসরকারি প্রতিনিধিদের সাথে প্রতিবন্ধী অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় প্রতিবন্ধী কমিউিনিটি সেন্টার (পিসিসি) এর উদ্যেগে শহরের পৌর বাপ্তা এলাকায় সংস্থাটির হলরুমে এই সভার আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রকল্পের ব্যাবস্থাপক চিন্ময়ী তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশিষ কুমার কুন্ড, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, সাংবাদিক মোতাছিন বিল্লাহ, হাসনাইন আহমেদ মুন্না, মুরাদ সফিউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া আক্তার, ইউপি সদস্য আব্দুল মালেক প্রমূখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিদের এক সময় সমাজের বোঝা মনে করা হলেও বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যেগের ফলে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে। সঠিক তত্ত¡াবধায়ন ও পরিচর্যার মাধ্যমে তাদের সম্পদে পরিণত করা সম্ভব। তাই সমাজে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে আরো ব্যাপক প্রচারণার প্রয়োজন বলে মত দেন তারা।