অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মে ২০২৩ ভোর ০৫:৪৯

remove_red_eye

৩৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলার কাছে মেঘনা নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে  ২৭ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ২৬ জেলে জীবিত উদ্ধার হলেও মো. মোশাররফ হোসেন (৫৫) নামের এক জেলে নিহত হয়। নিহত মোশাররফ হোসেন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত মোশাররফ হোসেন মশু মৃত ছৈয়দ আহম্মেদের ছেলে।
 সোমাবার (১৫ মে)  রাত ১০টার দিকে চরফ্যাসনের হাজারীগঞ্জ ইউনিয়নের মাঈনউদ্দিন মাছ ঘাট থেকে পূর্ব দিকে মেঘনা নদীর মাঝে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে খোরশেদ মাঝির মালিকানাধীন এ ট্রলারটি ড়–বে যায়।

স্থানীয় সূত্রে জানাগেছে , সোমবার রাত ১০টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মাছঘাট থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়ার সময় হটাৎ ঝড়ের কবলে পড়ে খোরশেদ মাঝির মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের মালিক খোরশেদ মাঝিসহ ট্রলারে থাকা ২৬ জেলে নদীতে লাফিয়ে পড়ে। কিন্তু মোশাররফ হোসেন ট্রলারের কেবিনের ভেতরে থাকায় তিনি বের হতে পারেনি। এ সময় তাদের পাশ দিয়ে যাওয়ার সময় একই উপজেলার সামরাজ মৎস্য ঘাটের কাদের মাঝির ট্রলারের লোকজন ডুবে যাওয়া ট্রলারের ২৬ জেলেকে জীবিত উদ্ধার করে। পরে ডুবে যাওয়া ট্রলারের কেবিনে থাকা মোশাররফকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসনের শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের জানান, নিহত জেলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।