অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


এবার দৌলতখানে অটো থামিয়ে ডেকে নিয়ে ২ সন্তানের জননীকে গনধর্ষণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২০ সকাল ০৬:৫০

remove_red_eye

১১৫০


বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার চরফ্যাসনে প্রমের প্রলোভন দেখিয়ে যুবতীকে গনধর্ষণের ঘটনার জের না কাটতেই এবার ভোলার দৌলতখানে  অটো থামিয়ে ডেকে নিয়ে একটি ক্লিনিকের কর্মী ২ সন্তানের জননীকে গনধর্ষণ করা হয়েছে।  তাকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে তারা ধর্ষকদের মধ্যে ২ জনকে সনাক্ত করতে পারলেও তবে এখনো কাউকে আটক করতে পারেনি। ঘটনাটি ঘটে বুধবার রাত ১০ টার দিকে  ভোলার দৌলতখানের হালিমা খাতুন স্কুল কলেজে ক্যাম্পাসে ।

স্থানীয় সূত্র জানিয়েছেন, এদিকে নির্যাতিত ওই নারীকে অচেতন অবস্থায় ভোলা সদর হাসপাতালে গাইনী বিভাগে ভর্তি করা হয়। 
দৌলতখান থানা ওসি (তদন্ত) সাদেকুর রহমান সাংবাদিকদের জানান, তারা ইতি মধেই ২ যুবককে সনাক্ত করতে পেরেছেন। তারা আগামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধিন রয়েছে।


এদিকে গত প্রায় এক সপ্তাহ আগে প্রেমের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে কুকরী মুকরীর বনে ও ট্রলারে রাতভর ৫ যুবক মিলে গনধর্ষন করে। ভোলায় গত প্রায় দের মাসে একের পর এক শিশু থেকে শুরু করে যুবতী গৃহবধূ ধর্ষনের ঘটনায় উবিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক মহল।