অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


পশ্চিমতীরে ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৩৬

remove_red_eye

২০৯

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে ইসরাইলি সৈন্যের গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। 
মন্ত্রণালয় বলেছে, সোমবার নাবলুসে ইসরাইলি হামলায় সালেহ মোহামেদ সাবরা(২২) নামের এক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অপর একজন।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ফেব্রুয়ারি মাসে এক সশস্ত্র হামলায় দুই ইসরাইলি নিহত হওয়ার সাথে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির বাড়ি গুড়িয়ে দেয়ার প্রস্তুতি হিসেবে তারা অভিযান চালিয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে আরো বলেছে, তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ার কারনে পাল্টা পদক্ষেপ হিসেবে সেনাবাহিনী সরাসরি গুলি চালায়।

সুত্র বাসস





আরও...