অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ইউরোপীয় মূল্যবোধ ও স্বাধীনতার জন্য লড়াই করছে ইউক্রেন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৩৫

remove_red_eye

২১৯

জার্মানিতে এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভনদের লিয়েন রোববার বলেছেন, ইউক্রেনের জনগণ ইউরোপীয় মূল্যবোধ রক্ষা ও স্বাধীনতার জন্য লড়াই করছে। ইইউ’র ঐক্য ধরে রাখার জন্য সেখানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মর্যাদাপূর্ণ শার্লেমেন পুরস্কার পেয়েছেন। খবর এএফপি’র।
ভনদের লিয়েন বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণ সেই মূল্যবোধ এবং আইনগত বাধ্যবাধকতা রক্ষার জন্য লড়াই করছে। আর এই লড়াই তাকে এমন পুরস্কার এনে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আর এটি করতে গিয়ে তারা আমাদের নিজস্ব স্বাধীনতা এবং আমাদের মূল্যবোধের জন্যও লড়াই করছে। গণতন্ত্র, আইনের শাসন,বাকস্বাধীনতা এবং স্বাধীনতা আপনার নিজের ভাগ্য নির্ধারণ করবে।’

সুত্র বাসস





আরও...