অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় গ্যাস ভিত্তিক অনেক শিল্প কারখানা গড়ে উঠবে: তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মে ২০২৩ রাত ১১:২৮

remove_red_eye

২৭৮

 

 


ভোলা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা 


বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ  বলেছেন, ভোলাতে পর্যান্ত গ্যাস মজুদ আছে। ভোলা থেকে এই গ্যাস ঢাকা বরিশাল,খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে পাইপ লাইনে নেওয়া হবে।  তোফায়ল আহমেদ আরো বলেন , পৃথিবীর বিভিন্ন যায়গায় ৮টা কূপ খনন করলে একটা  কূপে গ্যাস পাওয়া যায়। আর আমাদের ভোলায় ২টি কুপ খনন করলে একটি গ্যাস কুপ পাওয়া যায়। এই গ্যাসের উপর ভিত্তি করে ভোলায় গ্যাস ভিত্তিক অনেক শিল্প কারখানা গড়ে উঠবে। বিনিময়ে ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ করতে মাননীয় প্রধান মন্ত্রীকে আমি অনুরোধ করেছি। তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা এটা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি।
 রবিবার দুপুরে ভোলা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়ল আহমেদ এসব কথা বলেছেন।
এ সময় তিনি বলেন, ভোলার আইন শৃংখলা পরিস্থিতি মোটামোটি সন্তসজনক। তবে ভোলা সড়ক পথে যাত্রীবাহী বাস, মালবাহি ট্রাকে পরিবহন চলাকালে কোন যানবাহনে যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে, সেই দিকে নজর রাখতে এবং গ্রেফতারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ সুপারকে নির্দেশ দেন। এছাড়া মাদকের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তিনি বলেণ, আইন শৃংখলা পরিস্থিতি যাতে স্বভাবিক থাকে। এছাড়াও ভোলা হাসপাতালে ডাক্তার নার্স সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, ভোলা থানার ওসি শাহীন ফকির, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।





আরও...